পুলিশি বাধায় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপি কালো পতাকা মিছিল বের করলেও পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। ফলে পূর্ব ঘোষণা থাকলেও মহানগরীর সড়ক প্রদক্ষিণ করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হলে পুলিশ সেখানেই বাধা দেয়। এর আগে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর।
সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফখরুল আলম, শফিকুল আলম তুহিন প্রমুখ। সমাবেশ শেষে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে কালো পতাকা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
এ দিকে একই সময় বিএনপির অপর একটি পক্ষ খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে নগরীর ফেরিঘাট মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড়ে এসে শেষ করে। এ সময় তারা বিএনপি কার্যালয়ের অদূরে মহারাজ চত্বরে সমাবেশ করে।