সরকারের পদত্যাগ দাবি বিএনপির

ঝালকাঠিতে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। সভা থেকে বর্তমান আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করা হয়।
এর আগে সকাল ১০টায় পূর্ব নির্ধারিত স্থান শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য মিছিল বের করে। কিন্তু একই স্থানে জেলা আওয়ামী লীগ ‘গণতন্ত্র রক্ষা দিবসের’ কর্মসূচি পালনের ঘোষণা দিলে পুলিশ কোনো দলকেই সেখানে সমাবেশ করতে দেয়নি।
পরে বিএনপি নেতাকর্মীরা এসে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ অন্য নেতারা।
বক্তারা নির্ধারিত স্থানে সমাবেশ করতে না পারায় সরকার ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।