পাবনায় পুরো সপ্তাহ থাকবে শৈত্যপ্রবাহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/07/photo-1483801952.jpg)
পাবনার ঈশ্বরদীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তাই অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। ছবি : এনটিভি
পাবনা ও এর আশপাশের জেলায় তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ শনিবার এই শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশাও শুরু হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর আবদুল হান্নান জানান, আজ সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ আরো এক সপ্তাহ থাকতে পারে।
এদিকে তীব্র শীতে দরিদ্র মানুষ পড়েছে চরম বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। কুয়াশার কারণে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। একই কারণে দূরপাল্লায় যানবাহন চলাচল করতে বেশি সময় লাগছে। যাত্রীরা জরুরি প্রয়োজন ছাড়া চলাচল করছে না।