কারখানায় ভাঙচুর-লুটপাটের অভিযোগে শ্রমিকদের নামে মামলা

কারখানার ভেতরে ভাঙচুর-লুটপাট করার অভিযোগে ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার ৩২ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ।
গতকাল রোববার রাতে ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর ক্যামেরিনা নিট কম্পোজিট কারখানার এসব শ্রমিককে আসামি করে ধামরাই থানায় মামলাটি করা হয়। মামলার বাদী কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার।
পুলিশ জানায়, ক্যামেরিনা নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও নতুন বেতন কাঠামোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হলেও নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলন চলতে থাকে। এ অবস্থায় মালিকপক্ষ কারখানার ভেতরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ৩২ শ্রমিকের বিরুদ্ধে থানায় মামলা করে।