বিএনপিকে ইতিবাচক অবস্থান নেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/31/photo-1433060509.jpg)
ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত চুক্তি দেশটির লোকসভায় পাস হওয়ার পরও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি আলোচনা বা সংলাপের মতো ইতিবাচক অবস্থান তৈরি করার পরই তাদের সঙ্গে আলোচনা করা যায় কি না, তা দেখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার দুপুরে সাভারের বিরুলিয়া সেতুর শেষ পর্যায়ের নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘এত বিশাল অর্জনের জন্য যারা বাংলাদেশের সরকারপ্রধানকে, যেটা তার এ দেশের একটা বিশাল কূটনীতিক বিজয়, ধন্যবাদটুকু জানাতে ব্যর্থ হয়েছে। তো, তারা আগে তাদের ইতিবাচক অবস্থানটা তৈরি করুক। আলোচনা করার মতো, তাদের সঙ্গে সংলাপ করার মতো ইতিবাচক অবস্থান তারা তৈরি করুক। তার পর ভবিষ্যতে দেখা যাবে যে আলোচনার প্রয়োজন আছে কি না বা করা যায় কি না। আপাতত আমি মনে করি, সবকিছুই তিস্তাসহ অন্যান্য বিষয়ে ইতিবাচক অগ্রগতি আছে। কাজেই এ অবস্থায় যারা নেতিবাচক অবস্থানে আছে, তাদের মাইন্ড সেটও আমাদের বোঝার দরকার আছে।’
বিএনপির নেতিবাচক মানসিকতা ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘মোদির সরকার বিজয় অর্জনের পর পরই বাংলাদেশে ভারতীয় দূতাবাস খোলার আগেই সেখানে অভিনন্দন বার্তা নিয়ে অপেক্ষায় ছিলেন বিএনপির শীর্ষ কর্মকর্তারা। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জার।’ তিনি আরো বলেন, ‘আমরা জানি, সুযোগ পেলে বিএনপি মোদিকে আমাদের সম্পর্কে নালিশ করবে। কারণ, নালিশ করাই তাদের স্বভাব।’
সন্দেহ, সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে মোদির সফর দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তার এ সফরে তিস্তাসহ অমীমাংসিত অনেক সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান।