চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক নেতা সাইদুর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকা থেকে সাইদুরকে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, চৌডালার একটি বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় আজ সন্ধ্যা পৌনে ৬টায় পুলিশ অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় বৈঠকে থাকা সাত জামায়াত শিবিরকর্মী পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পরিদর্শক।
পুলিশ আরো জানায়, সাইদুরের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাসহ একাধিক মামলা রয়েছে।