রাজশাহীর ডিসিসহ পাঁচজনের নামে মামলা

চাল সংগ্রহ অভিযানে বৈষম্যের অভিযোগ এনে রাজশাহীর জেলা প্রশাসকসহ পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা করেছেন এক চালকল মালিক। আজ রোববার দুপুরে রাজশাহীর সহকারী জজ আদালতে মামলাটি করেন পুঠিয়ার চালকল মালিক নজরুল ইসলাম।
এতে জেলা প্রশাসক (ডিসি) ছাড়াও বিবাদী করা হয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তিন দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন।
মামলার বাদী নজরুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলায় ৩৪টি চালকল আছে। কিন্তু সরকারিভাবে এখানে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৯ টন। একই নির্বাচনী এলাকার দুর্গাপুরে আটটি চালকল থাকলেও সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ২৮০ টন। বৈষম্য করে পুঠিয়ার ব্যবসায়ীদের বঞ্চিত করায় তিনি মামলাটি করেছেন। জেলা প্রশাসক চাল সংগ্রহ অভিযানের সভাপতি হওয়ায় তাঁকে এক নম্বর বিবাদী করা হয়েছে।