পানিসম্পদমন্ত্রী বললেন
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৬০০ কোটি টাকার প্রকল্প

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রোসাঙ্গিরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
পানিসম্পদমন্ত্রী আরো বলেন, একই সঙ্গে ১৪ উপজেলার নদী খাল ও সমুদ্র উপকূলে ভাঙনরোধের উদ্যোগ নেওয়া হবে।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ছৈয়দ তৈয়বুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম, এস এম শোয়েব প্রমুখ।