রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি আজ ১ জুন-২০১৫, সোমবার তোলা। ছবি : সাইফুল ইসলাম কল্লোল, বাসস
আসন্ন রমজান মাসে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের এ সময়সূচির কথা জানানো হয়।urgentPhoto
তবে ব্যাংক বীমা, অর্থপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলো তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
বর্তমানে দেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত রয়েছে।