পুরোনো কর্মস্থল ঘুরে দেখলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাগেরহাট পরিদর্শনে এসে রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্র, মোংলা বন্দর, বাগেরহাট শহরে তাঁর পুরাতন কর্মস্থল জেলা প্রশাসক (ডিসি) বাংলো, সরকারি পিসি কলেজ ও নাগেরবাড়ী এলাকা পরিদর্শন করেন।
আজ রোববার পরিদর্শনের সময় মোংলা বন্দর চেয়ারম্যানের কার্যালয়ে বন্দরের উন্নয়ন সংক্রান্ত ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এদিন বাগেরহাট সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, বাগেরহাট হবে একটি অর্থনৈতিক জোন। দেশের অর্থনীতিতে বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরই মধ্যে এই সরকারের আমলে মোংলা বন্দরকে গতিশীল করা হয়েছে। ইপিজেডে অর্থনৈতিক অঞ্চল গঠন করা হয়েছে। পর্যটন অঞ্চল হিসেবে এবার কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ সময় বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুদকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।