মোংলায় সেনা সিমেন্টের উদ্বোধন

মোংলায় আজ রোববার সেনা এলপিজি প্লান্ট এবং সেনা সিমেন্টের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ছবি : এনটিভি
মোংলায় সেনা এলপিজি প্লান্ট এবং সেনা সিমেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে সেনা কল্যাণ সংস্থার মোংলা সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসবের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, সেনা এলপিজি ও সেনা সিমেন্টের প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ নুরুল ইসলাম।
অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তিতে ২০১৪ সালে এ প্ল্যান্ট দুটির নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের নভেম্বরে উৎপাদনে যায় প্রতিষ্ঠান দুটি। এলপিজি প্লান্ট হতে প্রতি ঘণ্টায় এক হাজার ২০০ সিলিন্ডার এবং সেনা সিমেন্ট ফ্যাক্টরি হতে ঘণ্টায় প্রায় ৫০ মেট্টিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।