ভোলায় বাসচাপায় শিশুর মৃত্যু, অবরোধ

ভোলা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনার প্রতিবাদ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে রাস্তা অবরোধ করে রাখে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে উপজেলার ঘুইংগারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবা (৭) ঘুইংগারহাট সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। সে স্থানীয় ইসলাম ফরাজী বাড়ির আবুল খায়েরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘নোমান পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি চরফ্যাশন থেকে ভোলা যাচ্ছিল। বাসটি ঘুইংগারহাট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাহাবুবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী ভোলা-চরফ্যাশন সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করে এবং বাসটিও ভাঙচুর করে। খবর পেয়ে ভোলা সদর ও দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসের যাত্রী মুহাম্মদ মাসুদ বলেন, মাহাবুবা রাস্তার ডানপাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি বেপারোয়াভাবে গিয়ে তাঁকে চাপা দেয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের লোকজনদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’