শিবচরে ফুফুর বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। আজ শনিবার (৩ মে) বিকেল ৩টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইলে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ডুবে যায় সে।
নিখোঁজ জান্নাতুল আক্তার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্বকাচিকাটা গ্রামের রনি ফকিরের মেয়ে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জান্নাত শুক্রবার বিকেলে ফুফার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর ৩টার দিকে বৃষ্টি নামলে ফুফাতো ও মামাতো বোন জান্নাতুল আক্তার ও মেঘলা আক্তার একসঙ্গে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসল শেষে মেঘলা উপরে উঠলেও জান্নাত সাঁতার না জানায় স্রোতের টানে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জান্নাতকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. তপন সাহা বলেন, জান্নাতকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।