নরসিংদীতে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষায় ১৪৪ ধারা উপেক্ষা করে বাউল গানের আসর বসাকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দরিগ্রাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জালাল (২৬)। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে আহত অন্যদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে আজ উপজেলার নিলক্ষায় ইউনিয়নের দরিগ্রাও গ্রামে আবদুল খালেকের ওরশ উপলক্ষে বাউল গানের আসরের আয়োজন করে স্থানীয়রা। আসরে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে পুলিশ গ্রামের মানুষদেরকে লাঠিপেটা শুরু করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের কয়েকজন সদস্যও আহত হন।
এ সময় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হন শাসসু ও জালাল। আহত হন আরো আটজন। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী তিন পুলিশ সদস্যকে আটক করে রাখে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান বলেন, ‘বাউল গানের আসর ও জুয়া বন্ধ করতে ওই এলাকায় গেলে গ্রামবাসী টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে গ্রামের কেউ গুরুতর আহত হয়েছে কি না, তা আমার জানা নেই।’
গত ১৪ নভেম্বর রায়পুরার নিলক্ষা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন মারা যান। রায়পুর থানার ওসি ও পাঁচ পুলিশ সদস্যসহ সংঘর্ষে শতাধিক আহত হন। এরপর গত ১৮ নভেম্বর ইউনিয়নটিতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।