৭ জুনের মধ্যে রাজশাহীতে ফুটবল লিগ চালুর দাবি

আগামী ৭ জুনের মধ্যে রাজশাহীতে প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চালুর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফুটবল কল্যাণ সমিতি।
আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কোর্ট শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে খেলোয়াড়েরা এ সময় সীমা বেঁধে দেন। খেলোয়াড়দের এ দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
প্রতীকী অনশন চলাকালে আয়োজিত সমাবেশে ক্রীড়া সংগঠক ও বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহম্মেদ বাবু বলেন, রাজশাহীর ফুটবল ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। অথচ ১৯৮০ দশকে রাজশাহীর ফুটবল খেলোয়াড়দের পদচারণায় ঢাকার মাঠ ছিল সরগরম। কিন্তু রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার কারণে রাজশাহীতে ফুটবল মৃতপ্রায় একটি খেলায় পরিণত হয়েছে। কমিটির সদস্যরা রাজশাহীতে খেলাধুলার মান উন্নয়ের চেয়ে নিজেদের পকেট ভারী করতেই ব্যস্ত।
সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আফতার আলী তপন বলেন, রাজশাহীতে পাঁচ বছর ধরে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং ১০ বছর ধরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ আয়োজন করা হয়নি। পাঁচ বছর আগেও জেলা ফুটবল ফেডারেশন (ডিএফএ) ফুটবল লীগ পরিচালনা করেছে। কিন্তু বর্তমানে কোনো লিগই চলছে না। এতে রাজশাহীর খেলোয়াড়েরা অনেকটা বসে বসে সময় পার করছেন। ফলে অনেকের ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছেন।
প্রতীকী অনশন চলাকালে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা খেলোয়াড়দের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি প্রশ্ন তুলে বলে বলেন, রাজশাহীর খেলোয়াড়েরা ফুটবল খেলার দাবিতে কেন রাজপথে নামবেন। আজ কেন তাঁরা শহীদ মিনার চত্বরে অনশন করবেন। তিনি রাজশাহীতে অবিলম্বে ফুটবল লিগ চালু করার আশ্বাস দেন। সেই সঙ্গে খেলোয়াড়দের তরল পানীয় পান করিয়ে অনশনের সমাপ্তি ঘটান।
রাজশাহী ফুটবল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, আগামী ৭ জুনের মধ্যে রাজশাহী ফুটবল লিগ আয়োজনের সুস্পষ্ট ঘোষণা না এলে ৯ জুন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন খেলোয়াড়রা। একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে।
রাজশাহী ফুটবল কল্যাণ সমিতির সভাপতি মুনজুরুজ্জামান মুনের সভাপতিত্বে কর্মসূচিতে সাবেক ফুটবল খেলোয়াড় কামাল হোসেন, মামুনুর রশিদ ও আহাদ আলী রেজা বক্তব্য দেন।
প্রতীকী অনশনের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ডিএসএ এবং ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) এক প্রতিষ্ঠান নয়। ডিএফএর কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন। ডিএফএকে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নিয়ন্ত্রণ করে।
জেলা প্রশাসক বলেন, ‘রাজশাহীতে ফুটবল লিগ চালু হোক এটা আমিও চাই। রাজশাহীতে ডিএফএ সদস্যদের নিয়ে দ্রুত একটি বৈঠকের ব্যবস্থা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’