খুলনায় কীর্তনশিল্পীকে গলা কেটে হত্যা

খুলনায় প্রফুল্ল কুমার বিশ্বাস (৬০) নামে এক কীর্তনশিল্পীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় রূপসা থানার পুলিশ রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের নিজ বাসভবন থেকে তাঁর লাশ উদ্ধার করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় পিঠাভোগ প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নিজ বাড়িতে অবস্থান করছিলেন বৃদ্ধ প্রফুল্ল কুমার বিশ্বাস। এ অবস্থায় তাঁকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে প্রফুল্ল কুমার বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস পলাতক। ওসি জানান, তাঁদের ধারণা প্রশান্ত তাঁর বাবাকে হত্যা করেছেন। পুলিশ তাঁকে খুঁজছে।
সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে স্ত্রী-সন্তানরা প্রফুল্ল কুমার বিশ্বাসকে ছেড়ে অন্যত্র চলে যান। প্রফুল্ল কুমার বিশ্বাস কীর্তন গানের পাশাপাশি কৃষিকাজ করতেন।
এর আগে গত শনিবার রাতে খুলনা নগরীর ৫৯ নম্বর শেরেবাংলা রোডের আমতলা মোড়ের ভাড়া বাসায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ তাঁর দুই হাত, দুই পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ রাজু মুন্সী ওরফে গলাকাটা রাজু নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ বিকেলে তিনি খুলনা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।