ভবদহের স্থায়ী সমাধানের চিন্তাভাবনা হচ্ছে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। এ জন্য আমডাঙ্গা খালসহ ছোটখাটো যত খাল রয়েছে সেগুলো সংস্কার করা হবে।
মন্ত্রী বলেন, এপ্রিল-মে মাসে শুষ্ক মৌসুমের মধ্যে এ এলাকার স্লুইসগেটগুলো যাতে কার্যকর হয় সেদিকে লক্ষ রাখা হবে। একটি স্কেভেটর আছে। আরো একটি নিয়ে ওই এলাকার নদী-খালগুলো শুষ্ক মৌসুমেই খনন করা হবে, যাতে বর্ষা মৌসুমে পানি জমতে না পারে।
আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, চলতি বছরের মধ্যে ভবদহ এলাকায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) প্রকল্প চালু করা সম্ভব হবে না। তবে টিআরএম প্রকল্প মহাপরিকল্পনায় রয়েছে।
আজ বৃহস্পতিবার যশোরের ভবদহ এলাকা পরিদর্শকালে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কবির, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।