গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিপ্লব ঠাকুর (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ রোববার দুপুরে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, দুর্ঘটনায় আহত তারক হীরাকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।