কক্সবাজারে ‘তালিকাভুক্ত মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজার থেকে ‘তালিকাভুক্ত মানবপাচারকারী’ একরামুল (৩৫) মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চৌফলদণ্ডী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজ সকালে চৌফলদণ্ডী বাজারে অভিযান চালায়। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী একরামুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়।
একরামুলের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে সদর থানায় তিনটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
গ্রেপ্তার একরামুল চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য।