চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১৪ বছর সাজা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে আবদুর রাকিব ওরফে সুমন (৩৬) নামের এক জেএমবি সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল ২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া সুমনের বাড়ি শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া শ্যামজোলা গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স উইং ও শিবগঞ্জ থানা পুলিশের হাতে আটক জেএমবি নেতার স্বীকারোক্তি মোতাবেক ২০০৯ সালের ১৭ জুন রাত দেড়টার দিকে পুলিশ শিবগঞ্জের কানসাট এলাকায় সুমনের স্টিলের দোকান বিসমিল্লাহ স্টোরে অভিযান চালায়। এ সময় দোকানের ভেতর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটারগান, পয়েন্ট ৩০৩ বোর রাইফেলের তিনটি তাজা গুলিসহ সুমনকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলার অভিযোগপত্র ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আনজুমান আরা বেগম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন আবদুল ওদুদ।