আগামী নির্বাচনেও জনগণ আ. লীগকে ভোট দেবে : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ নির্বাচনেও জনগণ আবার আওয়ামী লীগকেই ভোট দেবে।
আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতি জনকল্যাণের জন্য। বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে এসে জনগণের কল্যাণে রাজনীতি করুক তা সবারই কাম্য। দেশের মানুষ আর ধ্বংসের রাজনীতি চায় না।
এ সময় জঙ্গি দমনসহ দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন নাসিম।
ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদের কাউন্সিলর গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
পরে মন্ত্রী শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী সরকারি মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, প্রকল্প পরিচালক ডা. সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।