সানি কারাগারে, আদালতে তরুণীর উচ্ছ্বাস!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে জামিন নাকচ করেছেন আদালত। আদেশ দিয়েছেন সানিকে কারাগারে পাঠানোর। তা শুনে মামলার বাদী ও সানির স্ত্রী দাবি করা তরুণী আদালতেই তিন বার বললেন, ‘আলহামদুলিল্লাহ!’
গত রোববার সকালে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। একদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার সানিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সানির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এস জুয়েল। অন্যদিকে মামলার বাদির পক্ষে অংশ নেন আইনজীবী নাসরিন জাহান রুবি।
সানির আইনজীবী এ এস জুয়েল বলেন, আরাফাত সানি দেশের সম্পদ এবং তিনি হলেন বিশ্ব তারকা ক্রিকেটার। তার মতো এমন ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা তার জামিন চাচ্ছি।’
এর বিরোধিতা করে বাদী পক্ষের আইনজীবী নাসরিন বলেন, ‘আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। এ ঘটনার সম্পূর্ন সত্যতা ছিল তাই মামলাটি গৃহীত হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে। সে কারণে আমি আসামির বিরুদ্ধে জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর বিনীত নিবেদন করছি।’
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু বলেন, ‘আমি আদেশ দিচ্ছি জামিন নাকচ করা হলো।’ তিনি আসামির আইনজীবীদের বলেন, ‘কেন জামিন নাকচ করছি তা ভালো করে জানেন। আর অন্য আবেদনগুলো আপনারা আমলি আদালতে আবেদন করবেন।’
এরপরই মামলার বাদির মুখে হাসি দেখা যায়। তিনি আদালতের ওই রায়ে খুব খুশি হন। তিনি তিন বার বলেন, ‘আলহামদুলিল্লাহ।’
মামলার বাদী দাবি করেছেন, তিনি ক্রিকেটার সানির বিবাহিত স্ত্রী। বিয়ে করেও তিনি তাঁর প্রাপ্য মর্যাদা দেননি। বরং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ছবি দেখিয়ে নানা হুমকি দিয়েছেন। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের ওই অফস্পিনার।