ভর্তি বাণিজ্যও দেখবে দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে অতিরিক্ত ফি আদায় বা ভর্তিবাণিজ্য না হয়, সে জন্য দুদকের টিম গঠন করা হয়েছে। চলমান ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর কারো বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদকের চেয়ারম্যান আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলের ১০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, শুধু জিপিএ ৫ পেলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। নিজের মেধাকে সৎ কাজে ব্যবহার করাই হলো আসল শিক্ষা। সব শিক্ষার্থীকে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিজেদের মধ্যে শিক্ষার শক্ত ভিত গড়ে তোলাসহ আচরণগত শিক্ষা অর্জনের আহ্বান জানান তিনি।
পাশাপাশি সন্তান কাদের সঙ্গে মিশছে এবং ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না, সে বিষয়েও খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক ড. সামছুল আরেফিন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, স্কুল পরিচালনা পরিষদের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু প্রমুখ।
দুদক চেয়ারম্যান এর আগে স্কুলের ডিজিটাল বোর্ড পরিদর্শন করেন।