সোমবার কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন প্রধান বিচারপতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/29/photo-1485701964.jpg)
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। পুরোনো ছবি
কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনা, বন্দিদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় দেখতে আগামীকাল সোমবার পরিদর্শনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
আজ রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাব্বির ফয়েজ জানান, আগামীকাল সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করবেন।