মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখায় যমুনা এলপিজিকে জরিমানা

বাগেরহাটের মোংলায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখার দায়ে যমুনা এলপিজি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আল হেলাল নামের এক ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন ও শিফাত উদ্দিন জানান, আজ মঙ্গলবার দুপুরে বন্দর শিল্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা এলপিজি কারখানায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখার দায়ে আড়াই লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দায়ে আল হেলাল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৫৩ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ সময় বেশ কয়েকটি সিলিন্ডার ও কয়েক কার্টন ওষুধ জব্দ করা হয়। অভিযানে সহায়তা করেন খুলনার আর্মড পুলিশ সদস্যরা।
এর আগে গত ২৪ জানুয়ারি হোলসিম সিমেন্ট ফ্যাক্টরিকে সিমেন্ট তৈরির কাচামালের বর্জ্য নদীতে ফেলে পরিবেশদূষণের দায়ে ৫০ হাজার টাকা, বরিশাল বেকারিকে খাদ্যে ভেজাল দেওয়ায় ৫০ হাজার ও সাগরিকা হোটেলকে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।