রেলওয়ের দক্ষিণাঞ্চল সদর দপ্তর খুলনায় করার দাবি

সরকার রেলওয়ে দক্ষিণাঞ্চল নামে নতুন যে রেল অঞ্চল করার উদ্যোগ নিয়েছে তার সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালিত হয়।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফখরুল আলম, শ্রমিক নেতা আবদুর রহিম বক্স দুদু, মীনা আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, খুলনা থেকে কলকাতা, খুলনা-মোংলা, খুলনা-ঢাকা এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ খুলনা-চিলাহাটি শুধু নয় খুলনা রেলস্টেশনের পাশে নদীপথ ও সড়কপথ এত কাছে যে মালামাল ওঠানামা অত্যন্ত সহজ এবং গুরুত্ব অনেক বেশি। এ ছাড়া এশিয়ান হাইওয়ের প্রবেশপথসহ খুলনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে দক্ষিণাঞ্চল রেলওয়ের অবকাঠামো। তাই খুলনায় রেলওয়ের দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয় করার দাবি জানানো হচ্ছে।