মেঘনায় ধরা পড়ল বিশালাকৃতির কোরাল মাছ

মাছ হাতে নিয়ে আছে জেলে। ছবি : এনটি
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ২৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। গতকাল রোববার (২৫ মে) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের জেলে আশ্রাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি চরবগুলা ঘাটের মৎস্য আড়তদার মনির মেম্বারের দোকানে নিয়ে যাওয়া হয়। তিনি প্রতি কেজি এক হাজার ৬০ টাকা দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
আশ্রাফ মাঝি বলেন, জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনায় মাছ ধরতে যাই। সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে জালে কোনো বড় মাছ আটকা পড়েছে টের পাই। জাল তুলতেই কোরাল মাছটি দেখতে পাই। পরে মাছটি তীরে নিয়ে আসি। মাছটি মনির মেম্বারের মৎস্য আড়তে ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করি। মাছটির ওজন প্রায় ২৫ কেজি।