বিএনপি তার ভুল বুঝতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি তার ভুল বুঝতে পেরে এখন সার্চ কমিটির কাছে নাম দিয়েছে। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে করা সার্চ কমিটি সম্পর্কে বিএনপির নেতিবাচক ধারণা ও তা প্রত্যাখ্যান ভুল ছিল। বর্তমান সরকার নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে চায় বলেই সার্চ কমিটির মাধ্যমে করা হচ্ছে।
আজ বুধবার সকালে খুলনা জেনারেল হাসপাতালের বিভিন্ন জরাজীর্ণ ভবন পরিদর্শন ও হাসপাতালের কমকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী খুলনা জেনারেল হাসপাতালের জরাজীর্ণ ভবন অপসারণ করে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ৪০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। শিগগিরই এ বরাদ্দ দেওয়া হবে এবং আগামী মার্চ মাস থেকে কাজ শুরু হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল ও খুলনার সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক।