কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের চকরিয়ার ভাণ্ডারী দেবা এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) এনটিভি অনলাইনকে জানান, কক্সবাজার থেকে যাওয়ার পথে একটি এসি বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেকে আহত হন। এ ঘটনায় নোহা গাড়ির চালকসহ তিনজন মারা যান এবং বাকিদের চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরো জানান, আহত ও নিহত ব্যক্তিরা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।