হাইমচরে আ.লীগ কার্যালয় ভাঙচুর, মামলা দায়ের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/03/photo-1486125978.jpg)
চাঁদপুরের হাইমচরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিকেলে ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে উপজেলা আওয়ামী লীগের একজন নেতা।
কার্যালয় ভাঙচুরের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাউছার মিয়াজী।
শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলার আলগী বাজার এলাকায় ওই মানববন্ধনে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া পেদা ও আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার।
স্থানীয় বাসিন্দারা জানান, মানববন্ধন কর্মসূচি চলার আগেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ সময় নূর হোসেন পাটোয়ারী এবং শাহজাহান মিয়া ও আবদুল জলিল মাস্টারের সমর্থকরা ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। দুই পক্ষই ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর হয়। শুক্রবার কাউছার মিয়াজী ওই কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে আসামির নাম প্রকাশ করেননি ওসি। তিনি বলেন, ‘এ মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করছি না।’
গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা ‘পদ্মা সেতু’ সেজে প্রদর্শনী করে। আর ওই ‘পদ্মা সেতু’র ওপর দিয়ে হেঁটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারী। পরে তিনি ‘খুশি হয়ে’ শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা পুরস্কারও দেন।
পরে সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার নূর হোসেন পাটোয়ারী ও স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ আরো তিন আওয়ামী লীগ নেতাকে আসামি করে মামলা দায়ের করেন এক অভিভাবক।