‘মানবসেতুতে’ চড়া সেই জমিদাতার বিরুদ্ধে মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/03/photo-1486134193.jpg)
জামালপুরের মেলান্দহে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মানবসেতুর নামে শিশুদের কাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় জমিদাতা দিলদার হুসেন প্রিন্সসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় শিশুদের কাঁধের ওপর হাঁটার অভিযোগে জমিদাতা দিলদার হুসেন প্রিন্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলতজ্জামান, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা শিশু সুরক্ষা কমিটি।
শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা শিশু সুরক্ষা কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা মানবাধিকার সংগঠন, পরিবেশ রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাংস্কৃতিককর্মী কবি সাযযাদ আনসারী, জেলা সমাজতান্ত্রিক দলের সভাপতি আমির উদ্দিন, সাংবাদিক মোস্তফা বাবুল, আনোয়ার হোসেন মিন্টু, বজলুর রহমান, আবদুল আজিজ, ফজলে এলাহী মাকাম প্রমুখ।
গত ২৯ জানুয়ারি মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু তৈরি করে। সেই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হুসেন প্রিন্স।
এ সময় সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার পাশাপাশি তাঁকে হেঁটে যেতে সাহায্য করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।