সুষ্ঠু নির্বাচন না হলে সংকট বাড়বে : বদিউল

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দেশ এখন সংকটে আছে। সুষ্ঠু নির্বাচন না হলে এ সংকট আরো বাড়বে।’
আজ রোববার রংপুর টাউন হলে সুজনের রংপুর জেলা সম্মেলন যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বদিউল। নির্বাচন কমিশন গঠনের জন্য করা সার্চ বা অনুসন্ধান কমিটির প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশ করার দাবিও জানিয়েছেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আগামীকাল অনুসন্ধান কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে ১০টি নাম কিংবা সর্বোচ্চ ১০টি নাম তাঁরা সুপারিশ করবেন। নামগুলো যদি প্রকাশ হয় তাহলে গণমাধ্যমের সুবাদে আমরা জানতে পারব এসব ব্যক্তি সম্পর্কে। যেসব বিষয় আমাদের জানা নেই সেসব বিষয় জানতে পারব। অনুসন্ধান কমিটি যদি নাগরিকদের আস্থায় নেয় তাহলে আস্থার সংকট কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো মেনে নিতে বাধ্য হবে। আমি বিশ্বাস করতে চাই, আগামী নির্বাচন জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে।’
এ সময় সুজনের জেলা সভাপতি দীপক কুমার সাহা, জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল আনাম বেঞ্জু, মহানগর সভাপতি আফতাব হোসেন উপস্থিত ছিলেন।