বাড়ি নয়, মেয়ের নামই ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

দিল্লি থেকে যখন প্রথম মুম্বাইয়ে যান, তখন একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছিলেন বিবাহিত। প্রিয়তম গৌরী খানকে নিয়েই থাকতেন ওই ছোট্ট বাসায়। বাড়ির ‘সাইজ’ দেখে ভড়কে গিয়েছিলেন শাহরুখের শাশুড়ি। সেই শাহরুখ এখন বলিউড বাদশাহ। মুম্বাইয়ের জুহুতে আছে তাঁর আলিশান বাংলো। নাম ‘মান্নাত’। যা এখন মুম্বাইয়ে অন্যতম দর্শনীয় স্থানগুলোর একটি।
কিন্তু জানেন কি, ‘মান্নাত’ নামটি প্রথমে বাড়ির জন্য নয়, মেয়ের নাম হিসেবে ভাবা হয়েছিল। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তাঁর ও গৌরীর প্রথম পছন্দ ছিল মেয়ের নাম ‘মান্নাত’ রাখা। এমনকি সে সময় তাঁদের পছন্দও হয়েছিল নামটি।
পরে অবশ্য মেয়ের নাম রাখা হয় ‘সুহানা’। কিন্তু ‘মান্নাত’ নামটা মন থেকে মুছে ফেলতে পারেননি তাঁরা। আর ঠিক তখনই আসে সেই সুযোগ—নতুন বাড়ি কেনার। পেন্টহাউস ছেড়ে উঠে আসেন নতুন ঠিকানায়। তখনই স্থির হয়, বাড়ির নাম রাখা হবে ‘মান্নাত’। আজ সেই বাড়ি শুধু ঘর নয়, খান পরিবারের আবেগের ঠিকানা।
এই ‘মান্নাত’এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন শাহরুখের শাশুড়ি, গৌরীর মা সবিতা ছিব্বার। দিল্লি থেকে নিয়মিত নজর রাখেন সবকিছুর উপর। সম্প্রতি বলিপাড়া সূত্রে খবর, তিন বছরের জন্য ‘মান্নাত’ ছেড়ে পালি হিলের একটি বাড়িতে গিয়ে থাকবেন শাহরুখ ও তাঁর পরিবার। কারণ, শুরু হতে চলেছে অট্টালিকার সংস্কার ও নতুন করে সাজানোর কাজ।