সিনেমার বাজেট ১০০ কোটি, ৬৭ বছর বয়সী নায়ক একাই পারিশ্রমিক নিয়েছে ৫০ কোটি

নায়কের বর্তমান বয়স ৬৭ বছর, পারিশ্রমিক নিচ্ছেন ৫০ কোটি। হ্যাঁ, এমনটা করেছেন বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম সেরা নায়ক সানি দেওল। তাঁর ‘গদার ২’ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলার পর এই নায়ক নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ছয় গুণ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘গদার ২’ সিনেমার পর সানি দেওলের পরবর্তী সিনেমা ‘জাট’। গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। তবে সিনেমাটির জন্য সানি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া; এতে অভিনয়ের জন্য সানি পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি টাকা। আর ‘জাট’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। সিনেমার বাজেটের অর্ধেকই তার পারিশ্রমিক!
এদিকে বক্স অফিসে, সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৯ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৬ কোটি রুপি। বেশ পছন্দও করছেন দর্শকরা।
এর আগে তিনি ‘গাদার ২’ এর জন্য সানি পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি। সামনে আসছে তার ‘লাহোর ১৯৪৭’ যেখানে প্রীতি জিনতার বিপরীতে দেখা মিলবে সানির।