ফরেনসিক প্রতিবেদন পেলেই সানির মামলায় তদন্ত প্রতিবেদন

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় ফরেনসিক প্রতিবেদন পেলেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া খান আজ রোববার এনটিভি অনলাইনকে এ কথা জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা জানান, আরাফাত সানির মোবাইল, বাদীর মোবাইল, ম্যাসেঞ্জারের বিভিন্ন ম্যাসেজ ও মোবাইলের ম্যাসেজ পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সে প্রতিবেদন হাতে পেলেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে আজ এ মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা নতুন করে ৭ মার্চ তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।
আরাফাত সানি বর্তমানে এ মামলায় কারাগারে আটক রয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানির জন্য দিন ধার্য আছে।
এদিকে সানির বিরুদ্ধে এক তরুণী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌতুকের অভিযোগে একটি মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন। তবে ওই সব মামলায় সানিকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।
গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।