জঙ্গিবাদ ঠেকাতে আন্তরিক নয় ক্ষমতাসীনরা : ফখরুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/06/photo-1486389455.jpg)
রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ক্ষমতাসীনরা জঙ্গিবাদের উত্থান ঠেকাতে আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির মানবাধিকার সেল থেকে দেশের জঙ্গিবাদের ওপর প্রকাশ করা এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সত্যিকার অর্থেই যদি জঙ্গিবাদ নির্মূলে আপনারা আন্তরিক হোন তাহলে এগুলোর সুষ্ঠু তদন্ত করেন এবং যারা দায়ী তাদের খুঁজে বের করেন। যে কাজটি বিএনপি করেছিল ২০০৪-০৫ সালে বাংলা ভাইয়ের সমস্যার সময়। কিন্তু আপনারা সেটা করছেন না। আপনারা ইচ্ছাকৃতভাবে করছেন এই জন্য যে তাহলে আপনাদের রাজনৈতিক ফায়দা নিতে সুবিধা হবে। আমরা সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছি।’
মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত করতে ক্ষমতাসীন দলের সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত ব্যাহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন সব জঙ্গিকে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।