নতুন ইসি আ. লীগের মুখপাত্রের মতো কথা বলছেন : রিজভী

নতুন নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগের মুখপাত্রের মতো কথা বলছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের সদস্যদের কারো বক্তব্য শুনে মনে হচ্ছে, আওয়ামী লীগের মুখপাত্র। কারো বক্তব্য শুনে মনে হচ্ছে, আওয়ামী লীগের অলিখিত সাধারণ সম্পাদক। নতুন সিইসি জনতার মঞ্চের একজন সংগঠক। তাঁর পক্ষে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা কীভাবে সম্ভব হবে?
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানান রিজভী।
গত ৬ ফেব্রুয়ারি সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মোহাম্মদ নুরুল হুদা ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার। তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে তিনি।
এ ছাড়া কমিশনার হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।