বাসে মাছ ব্যবসায়ীদের ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

রাজধানীর টিকাটুলী এলাকায় চলন্ত বাসে দুই মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শফিকুল জানান, তাঁরা বর্তমানে ঢাকার কাপ্তান বাজারে অবস্থিত আকাশ হোটেলে থাকেন। তিনি কাপ্তান বাজারে মাছের ব্যবসা করেন। ভোরে একজনকে সঙ্গে নিয়ে মাছ কিনতে যাত্রাবাড়ীর মাছের আড়তের উদ্দেশে রওনা হন। বঙ্গভবনের পাশের রাস্তা থেকে তুরাগ পরিবহনের বাসে ওঠেন। পরে বাসটি টিকাটুলী যাওয়ার পরপরই বাসের ভেতর থাকা চার/পাঁচ যুবক তাঁদের কাছে থাকা টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু টাকা না দেওয়ায় ওই যুবকদের মধ্যে দুজন ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে যায়। পরে বাসটি সায়েদাবাদ থামিয়ে সবাই পালিয়ে যায়।
পরে সায়েদাবাদে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজুল আলম জানান, শফিকুলের ডান হাত ও আলমের পেটে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাঁরা ঢামেকে চিকিৎসাধীন।
এএসআই আরো জানান, ধারণা করা হচ্ছে, বাসের চালক ও সহকারীর সহযোগিতায় এ ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।