টেকনাফে দুই পক্ষের সংঘর্ষে ‘মানবপাচারকারী’ নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/08/photo-1433744717.jpg)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম আমানুল্লাহ আনু (৪০)। পুলিশের দাবি, তিনি মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত ছিলেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ সময় দেশে তৈরি দুটি এলজি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তাঁরা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, নিহত আমানুল্লাহ আনু আন্তর্জাতিক মানবপাচারকারী দলের একজন অন্যতম সদস্য। তাঁর বিরুদ্ধে মানবপাচারের ছয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ওসি জানান, সংঘর্ষে জড়িত দুটি পক্ষই মানবপাচারের সঙ্গে জড়িত।