প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার ধন্যবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক ব্রিফিংয়ে এ কথা জানান।
সচিব বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর এ সফর আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিচক্ষণতা ও দূরদৃষ্টির পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনতে পেরেছেন এবং তাঁর এ সফর সফল ও ফলপ্রসূ হয়েছে।’
এ সফরে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এ জন্য মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ প্রস্তাব দিয়েছে বলেও জানান মোশাররাফ হোসাইন।