ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ৬ জনের লাশ আঞ্জুমানে

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় মেলেনি। এ কারণে ওই লাশগুলো আজ রোববার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার পর গতকাল শনিবার রাতে ফরিদপুর জেলা প্রশাসন থেকে একটি ‘সেল’ গঠন করা হয়। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের ওই সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে গতকাল রাতে ফরিদপুরের নগরকান্দা থানায় বাস ও কর্ভাডভ্যানের চালকের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া জানান, আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা লাশগুলো আজ সন্ধ্যায় ফরিদপুরের আলীপুর গোরস্থানে দাফন করা হয়েছে। পরিচয় সনাক্ত না হওয়া লাশগুলোর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে সাতজনের পরিচয় মিলেছে। ওই সাতজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার রাত ১১টার দিকে নগরকান্দার গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত ও প্রায় ৩৫ জন আহত হয়।