মাগুরায় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

তিনটি যানবাহনসহ আজ সোমবার মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে। ছবি : এনটিভি
মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে তিনটি যানবাহনসহ নিচে পড়ে গেছে। এ ঘটনায় দুই সাইকেল আরোহী আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় মাগুরা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরগামী পাথরবোঝাই দুটি ট্রাক ও মাগুরাগামী একটি কাভার্ড ভ্যান একই সঙ্গে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনায় দুই সাইকেল আরোহী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্তি ওজনের যানবাহন এক সঙ্গে ব্রিজের ওপর ওঠায় তা ভেঙে গেছে বলে তাঁদের ধারণা।