নাশকতার মামলায় জামায়াতের সাবেক এমপি কারাগারে

হত্যা ও নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) লতিফুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তিন মামলার লতিফুরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জোবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চর এলাকার আরিফ হত্যা মামলাসহ পাঁচটি নাশকতার মামলার ওই জামায়াত নেতা আদালতে আত্মসমর্পণ করেন। জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন তিনটি মামলার মধ্যে বিচারক এনামুল বারী একটি মামলায় জামিন দিলেও অপর দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেন। অপর আদালতে বিচারাধীন দুটি মামলার মধ্যে আরিফ হত্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক জুয়েল অধিকারী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।