নড়াইলের দুই স্কুলে ‘মিড ডে মিল’ চালু

স্কুলে ‘মিড ডে মিল’ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষার্থীদের প্লেটে খাবার তুলে দেন নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। ছবি : এনটিভি
নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে সদরের বাঁশগ্রাম ইউনিয়নের নন্দকোল ও আগ্রাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নন্দকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২২ জন ও আগ্রাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩০ জন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।
নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আরিফ, জেলা সমাজসেবা কর্মকর্তা রতন কুমার হালদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা কামাল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।