ফখরুলকে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তির নির্দেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433837119.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগমের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ইকবার কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করার কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুলও জারি করেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, কাশিমপুর কারাগারের উপ-কারাধ্যক্ষ ও কারা মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার আহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রিটের বিবরণ থেকে জানা যায়, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গতকাল সোমবার তাঁর শারীরিক অবস্থার অনেক অবনতি হচ্ছে মর্মে স্ত্রী রাহাত আরা হাইকোর্টে চিকিৎসার জন্য একটি রিট আবেদন করেন। শুনানি শেষে আজ তাঁকে চিকিৎসার আদেশ দেন হাইকোর্ট।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।