খুলনায় নতুন বিএনপি নেতার কুশপুতুল দাহ করল একাংশ

খুলনায় দলীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ব্যক্তিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক করার অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলের একটি পক্ষ। ওই অন্য কাউকে বসানোর দাবিতে মঙ্গলবার সকালে জেলার কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে তালা দিয়ে ওই সাধারণ সম্পাদকের কুশপুতুল দাহ করেছে একাংশ।
সোমবার রাতে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে সভাপতি এবং আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্র থেকে কমিটি ঘোষণার এক দিন পরেই সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে জেলা বিএনপির একটি অংশ। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে ৯টি থানা এবং দুটি পৌরসভার নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে এজাজ খানের কুশপুতুল দাহ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমির এজাজ খান আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলেন। আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তাঁকে খুব একটা পাওয়া যায়নি। অথচ তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যে কারণে নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। তাঁকে বহাল রাখা হলে দলীয় কর্মসূচিতে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন না। তাঁরা আমির এজাজ খানের অপসারণের দাবি জানান।
সদ্য বিলুপ্ত জেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশে উপস্থিতি ছিলেন সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী জুলু, এসএম শামীম কবির, জিএম মিনার, আনসার আলী বিশ্বাস, আসাদুজ্জামান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, আরজু খান, লিটন তালুকদার, আইয়ুব আলী মেম্বার, মোস্তাফিজুর রহমান শাহীন, আবদুর রহমান, শফিকুল ইসলাম বাচ্চু, জিএম রাসেল ইসলাম, দিদারুল ইসলাম দিদার, নাদিমুজ্জামান জনি, ছাত্রদল জেলা শাখার সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, হেমায়েত রশিদ খান, রফিকুল ইসলাম বাবু, হাবিবুর রহমান বেলাল, মিরাজ হোসেন, সরদার বেলাল হোসেন, আফজাল ফারাজি, মিঠু মোড়ল, আবদুস সবুর, মো. মাসুম, মফিজুল ইসলাম, রিয়াসাত আলী ও আবু জাফর।
২০০৯ সালের ডিসেম্বরে অধ্যাপক মাজিদুল ইসলামকে সভাপতি, অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে সাধারণ সম্পাদক ও আমির এজাজ খানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সাত বছর পর সোমবার সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।