৫ জানুয়ারির মতো নির্বাচন চায় সরকার : রিজভী

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এ সরকার চাচ্ছে হুদার মতো একজন ব্যক্তিকে রেখে ৫ জানুয়ারির মতো নির্বাচন করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। এ জন্য সব পদক্ষেপ তারা নিয়েছে।
আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ ও নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘হারিকেন দিয়ে খুঁজে বহু নাটক করে, বহু তামাশা করে, বহু প্রক্রিয়া করে নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার। ওই কমিশন দিয়ে তারা নির্বাচন করবেন। ফেনী মার্কা নির্বাচন করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রে গেলে হয় সে রক্তাক্ত হবে, না হয় লাশ হবে।’