নেত্রকোনায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/16/photo-1487252252.jpg)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে আজ বৃহস্পতিবার আঁখি সরকার নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঁখি কাদিরপুর গ্রামের মনোরঞ্জন সরকারের মেয়ে।
আঁখি উপজেলার কৃষ্ণপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আঁখি কলেজে পড়াশোনা করতে কৃষ্ণপুর গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওই ভাড়া বাসায় আঁখির রুমের সামনে একটি গাছে প্লাস্টিকের রশিতে ঝুলন্ত অবস্থায় আজ দুপুরে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি জানান, তবে কী কারণে আঁখি আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।