কক্সবাজারে গুলিতে একজন নিহত : পুলিশ

কক্সবাজারের কলাতলীর কাটাপাহাড়ী এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার ভোরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম মোস্তাক আহম্মদ ওরফে হাজি মফিজ (৪০)। তাঁর বাড়ি কলাতলী এলাকায়। ঘটনাস্থল থেকে ইয়াবা, বন্দুক ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কলাতলীর কাটা পাহাড়ে ভোরে ইয়াবা ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকে দেখে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই হাজার ৮০০ ইয়াবা বড়ি, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাক আহম্মদ ওরফে হাজি মফিজ ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ছয়টি মামলা রয়েছে বলেও ওসি জানান।