এসপি বললেন, সাতক্ষীরায় সন্ত্রাস শূন্যের কোঠায়

সাতক্ষীরায় বর্তমানে সন্ত্রাস শূন্যর কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবির। জনগণের সহায়তায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
‘পুলিশ জনগণের বন্ধু, বিপদের বন্ধু’ এই স্লোগান নিয়ে গতকাল রাতে সাতক্ষীরার তালা থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’-এর অনুষ্ঠানে এসপি এসব কথা বলেন। এ সময় তিনি সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করে বলেন, তবে এই ধারাবাহিকতা রক্ষা করতে পুলিশ ও জনগণকে আরো সতর্ক থাকতে হবে।
পুলিশ সুপার পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাও জনগণকে প্রকাশ্যে অথবা গোপনে জানানোর অনুরোধ জানান। তিনি বলেন, ‘মাদক ব্যবহার, মাদক চোরাচালান ও মাদক কারবার এখনো শেষ হয়ে যায়নি।এর সাথে জড়িত অপরাধীদের বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশ ও জনগণের সহায়তা নিয়ে পুলিশকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি ও বাল্যবিবাহরোধে কঠোর হতে হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনত কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) আনোয়ার সাঈদ, তালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, খেসরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মিয়াজান মোড়ল এবং সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, ‘বাল্যবিবাহ রোধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। এ ব্যাপারে সামাজিক ও ধর্মীয় নেতারা সহায়তা দিলে তালা উপজেলাকে শিশু বিবাহমুক্ত ঘোষণা করা সম্ভব।’
এসব অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন ইউএনও।